নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

0
111

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের ৬ বছর পর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি-২০২৩) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা থেকে ঐ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজারে দীর্ঘদিন যাবত হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক এক আসামি অবস্থান করছে।

খবর পেয়ে তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল একদল ফোর্সসহ ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুন বস্তি এলাকার মৃত. আয়াত আলীর ছেলে মো. মোশাহিদ মিয়াকে (৪৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে, শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসামি মোশাহিদ মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২০১৭ সালে হত্যা মামলা রুজু হয়। গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।

সংবাদ লেখা পর্যন্ত জানা যায়,আটককৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here