নবীগঞ্জে সিডিউল না মেনে লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ

0
241

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা ১৩টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত।উপজেলায় গড়ে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা।

কিন্তু বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে এসব শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে।ওয়ার্কসপ গুলো অলস সময় কাটাচ্ছে। ঘর ভাড়া ও কর্মচারীর বেতন গুনতে হচ্ছে মালিকদের।কতবার বিদ্যুৎ আসে যায় তা কোন মানুষের পক্ষে হিসাব রাখা সম্ভব নয়।
চলছেে এসএসসি পরীক্ষা। লেখাপড়ায় ঘটছে ব্যাঘাত। মানুষ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তুলোধুনো করছে বিদ্যুৎ কর্তৃপক্ষকে।কিন্তু বিদ্যুতের কোন উন্নয়ন হয়নি।
জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের গন্ধা মদনপুর গ্রামে প্রতিরাতে ১ ঘণ্টা পর পর বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়।বিদ্যুৎ আসে আবার চলে যায়।লোডশেডিংয়ের নামে চলছে গ্রাহক হয়রানি।লোডশেডিংয়ের নামে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে ফুঁসে উঠতে পারে এলাকাবাসী।যা বলার অপেক্ষা রাখে না। সিডিউল না মেনে মনে যে সময় চায় লোডশেডিং করছে বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন।
নবীগঞ্জ পল্লীবিদ্যুতের জোনাল অফিসের ডিজিএমকে ফোন দিলে,মোবাইল ফোন সুইচঅফ পাওয়া যায়।
এদিকে নবীগঞ্জের বিশিষ্টজনরা নিরবিচ্ছিন বিদ্যুতের দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here