নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

0
40

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান পুড়ে ছাই হয়েগেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা দোকান মালিকের।

সোমবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে সুরমা ট্রেডার্স নামক একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানের স্বত্বাধিকারী হিমাংশু শেখর রায়ের সাথে কথা হলে তিনি জানান, এই দূর্ঘটনায় তার দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

থ্রিপল নাইনে কল পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here