নবীগঞ্জে দুই বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

    0
    237

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মার্চ,মতিউর রহমান মুন্না,নবীগঞ্জঃঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে নবীগঞ্জ পৌর এলাকার দু`টি বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এ আদেশ দেন।
    জরিমারা প্রাপ্তরা হলো নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা পয়েন্টের দৈতলবাড়ী বিস্কুট বেকারির মালিক কাওছার মিয়া ও বিআইপি বেকারির মালিক জিলন খাঁন।
    জানা যায়, দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো এসব বেকারি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্র দাশসহ এক দল পুলিশ ইউএনও’র নেতৃত্বে ওই দুই বেকারিতে অভিযান চালান।

    এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দৈতলবাড়ী বিস্কুট বেকারির মালিক কাওছার মিয়াকে ৭ হাজার টাকা ও বিআইপি বেকারির মালিক জিলন খাঁনকে ৩ হাজার জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।