নবীগঞ্জে ট্রাক ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত-১

0
121

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর-শেরপুর রোডে ব্রাক অফিসের সামনে ট্রাক ও বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (৩০ অক্টোবর ২০২২) দুপুরে ট্রাকের ধাক্কায় অশেষ দাশ (২০) নামের একজন নিহত হন।

নিহত অশেষ বানিয়াচং উপজেলার রাজেন্দ্র পুর গ্রামের মতিলাল দাশের পুত্র। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ গামী ট্রাক নং (ঢাকা–মেট্রো- ট -২২-২২৮৯) এর সাথে বাই-সাইকেল আরোহী অশেষ দাস (২০) সাইকেল মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে আরোহী ঘটনাস্থলে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করেন। পরে সিলেট যাওয়ার পথি মধ্যে মৃত্যু বরণ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here