নবীগঞ্জে ওয়েলডিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

0
606
নবীগঞ্জে ওয়েলডিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধি: নবীগঞ্জ বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের ছেলে। সে পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ি চালক ছিল।

জানা যায়,করোনাকালীন সময়ে বাস বন্ধ থাকায় আজ বুধবার (৪ আগস্ট ২০২১) দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে তার গাড়ীটিতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়েলডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here