নড়াইল সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন এমপি মাশরাফি

0
115

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ “উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ ”এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইল সদর উপজেলায় শুরু হয়েছে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ । আজ রবিবার বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেকে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ এর সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা।
এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
মেলায় বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ১৮টি ষ্টল খোলা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক,সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here