নড়াইল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট’র উভয় গ্রুপে শিবশংকর বিদ্যালয় চ্যাম্পিয়ন

0
274
নড়াইল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট'র উভয় গ্রুপে শিবশংকর বিদ্যালয় চ্যাম্পিয়ন
নড়াইল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট'র উভয় গ্রুপে শিবশংকর বিদ্যালয় চ্যাম্পিয়ন

সুজয় কুমার বকসী, নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর খেলার উভয় গ্রুপে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় বঙ্গবন্ধু কাপে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে  এবং বঙ্গমাতা কাপে শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে  দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

সন্ধ্যায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল পৌসভার মেয়র আঞ্জুমান আরা।

এ প্রতিযোগীতায় পৌরসভার ১৫ টি বিদ্যালয়ের ১৫ টি দল অংশ গ্রহন করে।

এর আগে রবিবার সকালে নড়াইল শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নড়াইল পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালযের আয়োজনে বেলুন ও কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

 নড়াইল পৌসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমাউন কবির, জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,  উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পৌরসভার কাউন্সিলর মোঃ শরফুল আলম লিটু, সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী বিশ^াস,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী,সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও খেলোয়াররা সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here