নড়াইলে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নির্বাচিতদের সংবর্ধনা ও ব্রিফিং

0
55

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) নিয়োগ পরীক্ষা ডিসেম্বর-২০২২ এর চুড়ান্তাভাবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ-২০২৩) নড়াইল জেলা পুলিশ এর আয়োজনে নড়াইল পুলিশ লাইনস্ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনসহ জেলা পুলিশের কর্মকর্তারা চুড়ান্তাভাবে নির্বাচিত নতুন পুলিশ সদস্যদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। ওই পরীক্ষায় জেলায় মোট ২৭ জন নতুন পুলিশ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছেন। এদের আবেদন করার জন্য মাত্র ১শত ২০ টাকা খরচ হয়েছে। এছাড়া কোথাও কোন প্রকার টাকা ছাড়াই চাকুরি হয়েছে।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ কামরুজ্জামানসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা,সাংবাদিক ,নব নির্বাচিত পুলিশ সদস্য ও অবিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here