নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
102

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে মামুন খাঁ (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
মামুন নড়াগাতি থানার দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁর ছেলে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অভিযানে গ্রেফতারের বিষয়টি নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
সুকান্ত সাহা জানান, “২০০৭ সালে তার বিরুদ্ধে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান তিনি। পরে আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেফতারি আদেশ হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে জীবন-যাপন করে আসছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here