নড়াইলে উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায়
মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া

0
65

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মোঃ খাজা মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, জেলা পরিষদের সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ সহ অনেকে।
বক্তারা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই পুস্তক পড়ার আহবান জানান। প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here