নড়াইলের নদীর ৪০ কি মিঃ কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন

0
48

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীর কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় শেখ রাসেল ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিলোমিটার এলাকাজুরে এ কচুরিপানা পরিস্কার করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান , জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীরেিগর সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশানের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ শামীমুল ইসলাম টুলুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here