দু’বৎসরপর সিলেটের রাজপথে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

0
283
দু’বৎসরপর সিলেটের রাজপথে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
দু’বৎসরপর সিলেটের রাজপথে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধি: দু’বৎসর পর সিলেটের জৈন্তাপুরসহ শ্রীমঙ্গল ও অন্যান্য জেলা উপজেলা শহরের রাজপথে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা ধুমধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

১লা জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার নিজপাট লামাপাড়াস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া হতে প্রধান রথযাত্রা শুরু হয়। ২০১৯ সাল হতে অতিমারির কারনে এই রথযাত্রা উৎসব বন্ধ ছিল। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া হতে রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে সহ¯্রাধিক সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উঠে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া প্রাঙ্গন এলাকা।

অপরদিকে রথযাত্রাকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ হতে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রথযাত্রা অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য নদীয়া গৌর হরিদাশ (নৃপেশ) বলেন, উন্মুক্ত পথে রথযাত্র দুইবছর হয়নি। মন্দিরের মধ্যেই এর আনুষ্ঠানিকতা করেছেন।এবার মাহাধুমধামের মাধ্যমে বিপুল সংখ্যাক ভক্তবৃন্দের উপস্থিতি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের প্রবর্তক ভগবান শ্রীশ্রী জগন্নাথদেব মানুষের কল্যাণ কামনায় নেমে আসেন। রথযাত্রা আয়োজন করতে পেরে প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, হিন্দু বা সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব হল রথযাত্রা। উৎসব শান্তিপূর্ণতার জন্য পুলিশ প্রশাসনের  যথেষ্ট সহযোগিতা দেখা গেছে।