থার্টিফাস্ট নাইটে জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর মেয়ের বিয়ের অনুষ্ঠান!

    0
    237

    মুহাম্মদ আল ফারুক সুমনঃ আজ ৩১ ডিসেম্বর, থার্টিফাস্ট নাইট। পশ্চিমা সংস্কৃতিতে উৎসবের রাত এটি। আর এ রাতে মেয়ের বিয়েরআয়োজন করেছেন চট্টগ্রাম জামায়াতের অন্যতম নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আজ বুধবাররাতে এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে। জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য শাহজাহান চৌধুরীর মেজ মেয়ে তামানিয়ার এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে নগরীর পাঁচলাইশ ‘দি কিং অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে। এতে পাঁচ হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। শাহজাহান চৌধুরীর পারিবারিকসূত্রে জানা গেছে, নগরীর বাকলিয়া এলাকার এক প্রবাসীর সাথে এই বিয়ে হচ্ছে। ৪ মাস আগে এ বিয়ের অনুষ্ঠানসূচি নির্ধারণ করা হয়।

    জানা যায়, পশ্চিমা সংস্কৃতির কট্টরবিরোধী জামায়াতে ইসলামী। দলটির আলেম-ওলামারা বিভিন্ন সম্মেলন ও মাহফিলে থার্টিফার্স্ট নাইটকে ‘উলঙ্গ উৎসব’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেন।এ দিনে মুসলমান সম্প্রদায়ের আনন্দ-উৎসব করা নিয়েও বিভিন্ন সময়ে জামায়াতের আলেমরা ওয়াজ মাহফিলে ক্ষোভ ও সমালোচনা করেন। অথচ এমন দিনে নিজের মেয়ের বিয়ের আয়োজন করলেন দলটির আলোচিত-সমালোচিত নেতা শাহজাহান চৌধুরী। বিগত সময়ে দলের বিভিন্ন সভা- সমাবেশে তিনি পশ্চিমা রাষ্ট্রগুলোর ইসলামবিরোধী ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন। করেছেন কঠোর সমালোচনা। দলের নেতাকর্মীদের প্রতি পশ্চিমা রাষ্ট্রগুলোরইসলামবিরোধী ভূমিকার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন। অথচ সেই নেতাই আজ পশ্চিমা সংস্কৃতির উৎসবের রাতে নিজের মেয়ের বিয়ের আয়োজন করেছেন। তাও চার মাস আগে শিডিউল নির্ধারণ করা। তবে বর-কনের ইচ্ছাতে বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে থার্টিফার্স্টনাইটকে বেছে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, ১২ ডিসেম্বর জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার
    ফাঁসি কার্যকর করা হয়। এ নিয়ে ক্ষোভ ও শোকে পাথর দলের নেতাকর্মীরা। অন্যদিকে আগামী ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে মরিয়া হয়ে মাঠে নেমেছে ১৮দলীয় জোট। দল ও দেশের ক্রান্তিলগ্নে বিয়ের আয়োজনসূচি পিছিয়ে দেননি চট্টগ্রাম
    জামায়াত-শিবির নেতাকর্মীদের‘প্রিয় নেতা’ শাহজাহান চৌধুরী। আর এ নিয়ে নগর জামায়াতেরনেতারা তলে তলে তার প্রতি ক্ষুব্ধবলে সংগঠনটির একটি সূত্র
    জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে নগরজামায়াতের দায়িত্বশীল একজন নেতা সুপ্রভাতকে বলেন,‘পশ্চিমা সংস্কৃতির উৎসবের দিনে মেয়ের বিয়ের আয়োজনকরা নিয়ে দলের নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই বিব্রত।কেননা আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। যদিও এটা উনার (শাহজাহানচৌধুরী) পারিবারিক বিষয়। সে ক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে। তারপরও ধর্মও দলীয় আদর্শকে উনার মাথায়
    রাখা উচিত ছিল।’

    এ ব্যাপারে জানতে গতকাল শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তার একান্ত সহকারী (পিএস) দিদারুল আলম সুপ্রভাতকে বলেন, ‘শাহজাহান চৌধুরীর মেঝ মেয়ে তামানিয়ার সাথে নগরীর বাকলিয়া এলাকার ইউরোপপ্রবাসী এক ছেলেরসাথে এই বিয়ে হচ্ছে। তবে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে মাস চারেক আগে। বিয়ের যাবতীয় আয়োজনের বিষয়টি দেখভাল করছেন তার মামা-চাচারা। উনি (শাহজাহান চৌধুরী) রাতে এক ফাঁকে বিয়ের অনুষ্ঠানে আসতে পারেন। তবে সেটা নিশ্চিত নয়। কেননা উনার বিরুদ্ধে তো একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।’ জানা গেছে, বিয়ের প্রস’তির ব্যস্ততার কারণে শাহজাহান চৌধুরী ১৮ দলের গত ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের জন্য অভিযাত্রা’ কর্মসূচিতে যেতে পারেননি।

    উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার সাতকানিয়া,লোহাগাড়া ও বাঁশখালীতে জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে দশটির অধিক মামলা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে