তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতিঃসন্ধ্যায় ঘোষণার সম্ভাবনা

    0
    239
    আমারসিলেট24ডটকম,২৫নভেম্বরঃ দেশের নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত  প্রস্তুত নিয়ে রেখেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সম্মতি দিলে আজই  সোমবার সন্ধ্যায়  নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সিইসির সাথে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনাররা। আজ তফসিল ঘোষণার সম্ভাবনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই নির্বাচন কমিশন ঘিরে বাড়তি পুলিশ ও র‌্যাব সদস্যরা আশপাশে সতর্ক রয়েছে। কমিশনের পাশে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে অবস্থান নিয়েছে পুলিশের সাঁজোয়া যান। তাছাড়া নির্বাচন কমিশনের প্রধান ফটকে পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয়েছে  আর্চওয়ে। পরিকল্পনা কমিশনের বাইরে ও প্রবেশ পথেও পুলিশ পাহারায় রয়েছে।

    এদিকে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সুত্র থেকে জানা যায়, তফসিল ঘোষণা সামনে রেখেই নির্বাচন কমিশন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসির চাহিদার প্রেক্ষিতেই বাড়ানো হয়েছে পুলিশ। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে, নাকি জাতির উদ্দেশে ভাষণে জানানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সিইসি।তবে জাতির উদ্দেশে ভাষণে জানানো হবে বলেই একটি মাধ্যম থেকে জানা যায়। এ লক্ষ্যে গতকাল রবিবার রাতে বিটিভি মহাপরিচালক ম. হামিদ ও আজ সোমবার দুপুরে বেতার মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমদ ইসি সচিবের দফতরে আসেন। সর্বশেষ ৯ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলও জাতির উদ্দেশে সিইসির দেয়া ভাষণের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। তবে ইসি কর্মকর্তাদের ধারণা, সিইসির তফসিলসহ ভাষণ রেকর্ড করা হলেই বলা যাবে তা কখন প্রচার হবে। ধারণ করা রেকর্ড সাধারণত সন্ধ্যায় প্রচার করা হয়।