সুশাসন নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে

    1
    428

    আমারসিলেট24ডটকম,১৮জুনঃ গণমাধ্যমকেন্দ্রীক সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া (এমএমসি)’র দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগের চার জেলার স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহরের জামতলাস্থ হেলভেটাস সুইস কো-অপারেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসি’র এশিয়ান আঞ্চলিক পরিচালক মিসেস এলিজাবেথ, বাংলাদেশ প্রকল্প পরিচালক ডেরেক মুলার, প্রকল্প কর্মকর্তা ম্যালিনা ও এমএমসি’র প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেন।
    মতবিনিময় কালে সাংবাদিকদের কাজের মূল্যায়ন, মাঠপর্যায়ে রিপোর্টিংয়ে প্রতিবন্ধকতা, নারী সাংবাদিকদের কর্মদক্ষতার মানোন্নয়ন, প্রভাবশালী মহলের স্বার্থবিরোধী প্রতিবেদন স্থানীয় সংবাদপত্রগুলোতে প্রকাশে প্রতিকূলতা এবং স্থানীয় সরকার বিষয়ক সাংবাদিকতার প্রশিক্ষণ, কর্মপরিধি ও সুফলসহ নানা বিষয় উঠে আসে।
    চার জেলার স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সভাপতি লিয়াকত শাহ ফরিদি, সিলেট জেলা সভাপতি সেলিম আউয়াল, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ইমরানুল হক চৌধুরী, বিভাগীয় সাধারণ সম্পাদক শাহ সোহেল, সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, ছামির মাহমুদ, রেজাউল হক ডালিম, বিন্দু তালুকদার, পঙ্কজ দে, শামস শামিম, শামীম আহসান চৌধুরী, আকরাম উদ্দীন, শুব্র রাজন ও নেছার উদ্দিন রিপন।
    নারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজমুন নাহার লিজা, সুষমা ভাট্টাচার্য, আসমাউল হোসনা, মোস্তাকিমা তাবাসসুম, আয়েশা স্দ্দিীকা আশা, পলি রায়, শুক্লা দাস, খালেদা আক্তার সাথি ও বিউটি দাস পুজা।
    উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক জনপদে অবাধ ও সুষ্ঠুভাবে তথ্য অধিকার নিশ্চিত এবং তৃণমূল পর্যায়ে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। আর এ কাজে সর্বাত্মক সহযোগিতা করছে গণমাধ্যমকেন্দ্রীক সংস্থা ম্যাস লাইন মিডিয়া (এমএমসি)। এসডিসি’র সহায়তায় এমএমসির সকল প্রকার কার্যক্রমকে আরও বেগবান করতে মূলত এ মতবিনিময়সভার আয়োজন।