ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ওয়ার্কাস পাটির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0
207

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ওয়ার্কাস পাটি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বুধবার ১৭ আগষ্ট দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় দাঁড়িয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী এমপি,বিশেষ বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক মোঃফয়জুল ইসলাম,সম্পাদক মন্ডলীর সদস্য তাজুল ইসলাম, জেলা ওয়ার্কাস পাটির সদস্য গোলাম সারোয়ার সম্রাট,পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জাহেদ জুয়েল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,১৭ই আগষ্ট রাশেদ খান মেনন হত্যা চেষ্টা ৩০ তম বার্ষিকী ও সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে মেনন হত্যা চেষ্টা সহ সকল রাজনৈতিক নেতা হত্যাকারীদের বিচারের দাবী জনান।এবং সার জ্বালানির মূল্য প্রত্যাহার,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সহনীয় পর্যায়ে আনতে, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি উপস্থাপন করেন।

সে সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল টি পানি উন্নয়ন বোর্ডে গিয়ে সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here