জৈন্তিয়ার সারী নদীতে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

0
86

রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ শিশু দিবস উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেঙ্গল ডলফিন্সের অংশ গ্রহণে জৈন্তাপুর উপজেলার সারী নদীর ”লালাখাল জিরো পয়েন্ট হতে সারিঘাট ব্রিজ পর্যন্ত” ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত হয়৷

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ লালাখাল জিরো পয়েন্ট হতে সাঁতার প্রতিযোগিতা আনুষ্টানিক উদ্বোধন করেন৷ বিকাল ৪টায় সারিঘাট ব্রিজ সংলগ্ন স্থানে সাঁতার সমাপ্ত হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে সারিঘাট ব্রিজ সংলগ্ন স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) এস আই এম ফেরদৌউস আলম, সুনামগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেন।

সাঁতারে ১ম স্থান অর্জন করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) এস আই এম ফেরদৌউস আলম, ২য় স্থান অর্জন করেন লালমনিরহাট জেলার মো. শহীদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here