জৈন্তাপুরে ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর,২টির উদ্বোধন

    0
    271

    “দরিদ্রদের কম্বল ও প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০১জানুয়ারী,রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ ৭টি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি বীর নিবাস এর উদ্বোধন, ১টি ব্রীজ এবং ৭টি সড়কের পাকা করন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কারেন। অপরদিকে অসহায় গরীদের মধ্যে শীত বস্ত্র কম্বল, ঢেউটিন, চেক এবং ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করেন।
    ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বুধবার ২৩২-সিলেট-৪ আসনের সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক তার ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, উদ্বোধন, অসহায় গরিব দুস্তদের মধ্যে শীত বস্ত্র কম্বল এবং ঢেউটিন ও চেক বিতরন, এবং ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার বিতরন করেন। উন্নয়ন কাজের মধ্যে সকাল ৯টায় জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন, সকাল ১০টায় জৈন্তাপুর ইউনিয়নের চিকারখাল নদীর উপর ৫৪মিটার লম্বা আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল ও টাকা বিতরন, সকাল ১১টায় ডৌডিক ওভার ওয়াপদা ডাইক সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, সাড়ে ১১টায় সারীঘাট বাউরভাগ ওভার ওয়াপদা ডাইক সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন, ১২টায় ভিত্রিখেল কন্যাখাই রাস্তার উদ্বোধন, সাড়ে ১২টায় বড়গাং বাউরভাগ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থার স্থাপন, বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কামান্ডার সিরাজুল হকের জন্য নির্মিত বীর নিবাস এর উদ্বোধন করেন। বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার বিতরন করেন। বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রঙ্গনে অসহায় গরিবদের মধ্যে শীতবস্ত্র কম্বল, এবং অসহায় হত দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরন করেন। উন্নয়ন কাজ গুলো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মায়নুল জাকির, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল কাদির, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহীন আহমদ, জৈন্তাপুর উপজেলা শ্র্রমিক লীগের সাধারন সম্পাদক শওকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, আবুল কাশেম, জৈন্তাপুর উপজেলা ইঞ্জিনিয়ার অসিসের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দরা।
    অপরদিকে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিমের সভাপতিত্বে নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিলের পরিচালনায় ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মঞ্জুর এলাহী সম্রাট, শিক্ষক নেতা মিহির চন্দ্র। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির পলাশ, নিজাপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক ও শিক্ষিকা সহ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অথিতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ল্যাপটপ এবং হত দরিদ্রদের মধ্যে ঢেউটিন, চেক ও কম্বল বিতরণ করেন।