জৈন্তাপুরে শিলং তীরের দূর্গে পুলিশের হানাঃঅাটক ৩ জন

    0
    268

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৬এপ্রিল,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুরঃ
    জৈন্তাপুর ভারতীয় শিলং তীরের অাস্তানায় অভিযান চালিয়ে থানা পুলিশ বইয়ের মালিক সহ ৩জর কে অাটক করে৷
    ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার মা-মার্কেট ও বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩জন কে অাটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ৷ অাটককৃতরা হল নিজপাট দর্জী হাটি গ্রামের মৃত অাব্দুর রব এর ছেলে অাব্দুল হাসিম (৩০) উপজেলার বাউরভাগ গ্রামের মৃত সামসুল হক এর ছেলে জামাল অাহমদ(২৮) নিজপাট তোয়াসী হাটি গ্রামের গোপাল (৪৫)৷
    এলাকাবাসী সূত্রে যানাযায়- গোপন সংবাদের ভিত্তিত্বে মা মার্কেট এলাকায় অাব্দুল হাসিমের মালিকানায় ৫টি বই বিক্রয় হয়৷ দীর্ঘ দিন হতে হাসিম মা-মার্কেটে অাস্তানা পরিচালনা করছে৷ থানা পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলে চতুর হাসিম পালিয়ে যায়৷ অবশেষে ৬ এপ্রিল বৃহস্পতিবার অফিসার ইনচার্জ এর নির্দেশে এএসঅাই হাবিবুর অভিযান পরিচালনা করে বই সহ খেলা পরিচালনাকারী ভারতীয় শিলং তীরের অন্যতম এজেন্ট অাব্দুল হাসিম কে অাটক করে সেই সাথে ভারতীয় শিলং তীরের ২ খেলোয়াড়কে অাটক করা হয়৷
    ১জন মালিক সহ ২ খেলোয়াড়দের অাটক করায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির সহ পুলিশকে ধন্যবাদ জানান বাজারের ব্যবসায়ীরা পাশাপাশি তারা অারও বলেন জৈন্তাপুরের ভারতীয় শিলং তীর খেলা শেষ্ঠ এজেন্ট রুমিন মিয়া, জামাল অাহমদ, অাব্দুল মালিক বাকুম, মনির হোসেন, অাব্দুল খালিক, মোঃ রাসেল, জুলফিকর অালী লেফ সহ অন্যান্যদের অাটক করে শাস্তি কঠিন শাস্তি প্রদানের দাবী জানান৷
    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির অাটকের বিষয় নিশ্চিত করে বলেন জৈন্তাপুর উপজেলার সব কয়েকটি ভারতীয় শিলং তীরের অাস্তানা পর্যায়ক্রমে ঘুটিয়ে দেওয়া হবে এবং উপজেলা নিয়মিত অভিযান পরিচালনা করা হবে৷ অাটককৃতদের অাইনের অাওতায় অানা হবে বলে জানান৷