জৈন্তাপুরে আশ্রয়ণে গৃহ নির্মাণ পরিদর্শনে যুগ্ম সচিব ড. মনজুরুল ইসলাম

0
185

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ শুক্রবার (১৭ মার্চ-২০২৩) বিকাল ৫ টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বনপাড়া গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহ নির্মাণ কাজসহ অন্যান্য প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক-১, যুগ্ম সচিব ড. মো. মনজুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম, সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, ইউপি সদস্য আব্দুন নুর, শাহীন আহমদ, রুবেল শরীফ, সেলিম আহমদ।

পরিদর্শন কালে ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম গৃহ নির্মাণের অগ্রগতি ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পুনর্বাসিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ব্যপারে নির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here