জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর

0
129

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার ৭ (সাত) থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

আজ (৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মো. জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সুমন।

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জানুয়ারী ২০২৩ খ্রি. মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন মো. জাহাঙ্গীর হেসেন সরদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারি ২০২৩ মাসে মৌলভীবাজার জেলার ৭ থানার মধ্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা এলাকায় সর্বোচ্চ মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কার্যক্রমের ওপর বিচার বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার ওসি কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here