জেলার শ্রেষ্ঠ এসআই শ্রীমঙ্গল থানার সুব্রত দাস ও এএসআই হান্নান পুরস্কৃত

0
192
জেলার শ্রেষ্ঠ এসআই শ্রীমঙ্গল থানার সুব্রত দাস ও এএসআই হান্নান পুরস্কৃত
জেলার শ্রেষ্ঠ এসআই শ্রীমঙ্গল থানার সুব্রত দাস ও এএসআই হান্নান পুরস্কৃত

মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশের এস আই সুব্রত চন্দ্র দাস ও এ এস আই আব্দুল হান্নান।

এ উপলক্ষে মৌলভীবাজার জেলা (পুলিশ সুপার) মোহাম্মদ জাকারিয়া পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র তাদের হাতে তুলে দেন।

জেলা পুলিশ সুপারের অফিস সূত্রে জানা যায়,৩ জুলাই রোববার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাদের জেলার শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত করে জেলা পুলিশ।

এস আই সুব্রত চন্দ্র দাস বলেন, “আমার এই অর্জনের পেছনে এএসপি শ্রীমঙ্গল সার্কেল শহীদুল হক মুন্সী স্যার ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার স্যারের অনুপ্রেরনা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি আরো গতিশীল করেছে।পুরস্কার প্রদান করে নিজের কর্তব্যকাজে উৎসাহ প্রদানে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।“
অপরদিকে শ্রীমঙ্গল থানার এএসআই আব্দুল হান্নান বলেন ”আমাকে পুরস্কার প্রদান করায় ঊর্ধ্বতন স্যারদের প্রতি কৃতজ্ঞ।“
তাদের এই পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here