জুড়ীর মাও: সাইফ উদ্দীন মাষ্টার আর নেইঃবিভিন্ন মহলের শোক

0
163

এম এম শামছুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজার) সাংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ীর মরহুম হাজী ইনজাদ আলীর কনিষ্ঠ পুত্র, নিরধ বিহারী উচ্চ বিদ্যালয়ের সিনিওর শিক্ষক, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার গগভর্নিং বডির সদস্য, জুড়ী বাজারের ব্যবসায়ী ও জুড়ী ড্রাগ সমিতি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ইসলামিয়া ফার্মেসীর মালিক মাওলানা সাইফ উদ্দীন মাষ্টার আর নেই (ইন্না লিল্লাহি…রাজিয়ুন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি গত শুক্রবার (২৬/৮) ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
রবিবার (২৮/৮) বিকেল ২ টায় গোয়ালবাড়ী হাজী আপ্তাব উদ্দীন-আমেনা খাতুন কলেজ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজারো মুসল্লির অংশ গ্রহনে ইমামতি করেন তাঁর ছেলে হাফিজ রাহাত। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন,মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসন এম পি, পরিবেশ মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মূয়িদ ফারুক,জুড়ী সরকারি টি এন খানম ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান, মৌলভীবাজার জেলা বি এন পি সহ-সভাপতি আলহাজ নাসির উদ্দিন মিঠু, জুড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসহাক আলী, গোয়ালবাড়ী ইউ পি চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ুম, ভবানীগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহিন মহসিন, জুড়ী ড্রাগ সমিতি সভাপতি শামছুল আরেফিন মুক্তা, জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল,বাংলাদেশ সাংবাদিক সমিতি,জুড়ী উপজেলা ইউনিট সভাপতি ও “হাকালুকি নিউজ” সম্পাদক এম এম সামছুল ইসলাম,জুড়ী বি এন পি সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান ও নয়াবাজার ষোলপনি ঈদগাহ ইমাম ও খতিব মাওলানা সায়েম উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here