জুড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় ভার্সিটি ছাত্র নিহত

0
94

এম শামসুল ইসলাম, জুড়ী, (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় মিরাজুর রহমান মিরাজ (২২) নামের এক ভার্সিটি ছাত্র নিহত হয়েছে।
ঘটনাটি গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার রত্না চাগান এলাকার এলাপুর নামক স্থানে ঘটেছে।
জানা গেছে, ওই দিন ফুলতলা বাজার বাসিন্দা, রাজকী এলবিনটিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের পুত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী মিরাজুর রহমান মিরাজ (২২) বাড়ীতে থেকে জুড়ীতে আসার পথে এলাপুর নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় মর্মান্তিক গুরুত্বর আহত হয়।
এ সময় তার সাথে থাকা মামাতো ভাই আহতাবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার সময় পথিমধ্যে মিরাজ মারা যায়।
জুড়ী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here