জুড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ী গ্রেফতার 

0
45

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ীকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১৬ জানুয়ারী) উপজেলার পশ্চিম জুড়ী ইউপির ধামাই চা বাগান এলাকা থেকো তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের একটি দল জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউপির শ্রী শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন পশ্চিম পাশে কৃষ্ণনগর নতুন টিলা বটতলীর ধামাই চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ জুয়ার আসর থেকে নগদ ৮ হাজার ১৭০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে জব্দ করেছে। 
গ্রেফতারকৃতরা হলো- ১। সিরাজুল ইসলাম সিরাজ (৬২), পিতা- মৃত হোসেন আলী, সাং- ভোগতেরা, ২। আব্দুল মতলিব (৫৩), পিতা- মৃত তমছির আলী, সাং- ভবানীপুর, উভয় ৫ নং জায়ফরনগর ইউপি, ৩। দেলোয়ার হোসেন (৩০), পিতা- আতিকুর রহমান, সাং- কৃষ্ণনগর, পশ্চিমজুড়ী ইউপি, ৪। মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা- মৃত নসু মিয়া, সাং- পূর্ব বাছিরপুর, সর্ব থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার, ৫। মোঃ কাজল মিয়া (২৮), পিতা- সমসু মিয়া, স্থায়ী সাং- বানায়র, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- বাসা নং-১৬, কদমতলী (মুজিবুর রহমান এর বাসার ভাড়াটিয়া), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৬। আব্দুল খালেক (৫৫), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- কিরণ পাড়া, বাংলা বাজার ইউপি, থানা- দুয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ। 
মৌলভীবাজার গোয়েন্দা শাখার এসআই ইফতেখার ইসলাম বাদী হয়ে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধে জুড়ী থানায় মামলা দায়ের করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here