জুড়ীতে গরুসহ ৩ গরুচোর গ্রেফতার

0
372
জুড়ীতে গরুসহ ৩ গরুচোর গ্রেফতার

হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বেড়ে গেছে গরু চুরি, একে একে গ্রেফতার হচ্ছে গরু চুরেরা।এদিকে গরু চুরির অভিযোগে একটি গরুসহ তিন গরুচোরকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশের একটি দল। 

রবিবার (১২ ডিসেম্বর ২০২১)ইং তারিখ রাতে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী,গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গরু চোর সদস্যদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের তরমুজ আলীর ছেলে সোহেল মিয়া (২৮), বিরানতলা গ্রামের মৃত মরম আলীর ছেলে নিমার আলী (৩৩), পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব বড়ধামাই গ্রামের আতাউর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৬)। এ

সময় চুরি হওয়া একটি গরুও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুটির মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এ প্রতিনিধিকে জানান, জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তিন গরুচোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়,মামলা নম্বর ৮/১২/২১। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানান অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here