জামালগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১২ ব্যবসায়ীকে অর্থদন্ড

    0
    271

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৬এপ্রিল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা ও জামালগঞ্জ বাজারের ১২জন ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    আজ সকাল ১১ঘটিকায় চাল-আটা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করায় ১২ব্যবসায়ীকে ৩৪হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো হল,জামালগঞ্জ বাজারের মের্সাস ভাই ভাই ট্রেডার্স ২হাজার,সাচনা বাজারের সাথী গ্রোসারী এন্ড কনফেকশনারী ২হাজার,সাথী এন্টার প্রাইজ ২হাজার,ইব্রাহিম এন্টারপ্রাইজ ১হাজার, মের্সাস দূর্জয় ষ্টোর ২হাজার,মের্সাস নয়ন ষ্টোর ৫হাজার,মের্সাস পিয়েস ষ্টোর ১হাজার, মের্সাস জয় কালী ভান্ডার ২হাজার,মের্সাস জয় ষ্টোর ৫হাজার,মের্সাস পিয়াস ষ্টোর ৫হাজার, মের্সাস জুবায়েদ ষ্টোর ৫হাজার,মের্সাস গৌরাঙ্গ ট্রেডার্স ২হাজার টাকা অর্থদন্ড করা হয়।

    এ সময় সাথে ছিলেন,এস আই সাইফুল্লাহ আকন্দ সহ সঙ্গীয় ফোর্স। গত বুধবার ব্যবসায়ীদের সাথে প্রশাসন দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে জরুরী বৈঠক করলেও উপজেলার বিভিন্ন হাট বাজরে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের অসহায়ত্বের সুযোগে কৃত্রিম সংকট তৈরী করে চড়া দামে ভোগ্যপণ্য বিক্রি করছেন।

    এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী দুর্গত এলাকার বাজার নিয়ন্ত্রনে চাল-আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। উপজেলার প্রত্যেকটি বাজারে পুলিশ প্রশাসনের মনিটরিং জোরদার করার দাবী জানিয়েছেন ভোক্তভূগণ।