জামায়াত দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে : মেনন

    0
    536

    বিএনপি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের নয়, বরং মুক্তিযোদ্ধাদের বিচার করবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতিরাশেদ খান মেনন এমপি।

    তিনি বলেন, ‘‘বিএনপি যদি যুদ্ধাপরাধীদের বিচার চাইতো, তাহলে তারা আজ এ বিচারে সরকারকে সমর্থন করতো। এর মধ্যে কোনো ত্রæটি থাকলে তা ধরিয়ে দিতো। কিন্তু তারা তা না করে প্রকাশ্যে সাঈদী, গোলাম আযমদের মুক্তি চেয়েছে।’’

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টারে মতিঝিল থানা ১৪ দল আয়োজিত ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রাশেদ খান মেনন বলেন, ‘‘সরকার অল্প দিনেই জামায়াত-শিবিরের নৈরাজ্য বন্ধ করতে পারতো। কিন্তু বিএনপি জামায়াতের পক্ষ নিয়েছে। খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরে তাদের পক্ষ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। শাহবাগের গণজাগরণের তরুণ প্রজন্মকে নাস্তিক-মুরতাদ বলেছেন।’’

    তিনি বলেন, ‘‘দেশের মানুষ শান্তি চান, সংঘাত নয়। কিন্তু বিএনপি-জামায়াত দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা ধর্ম ও স্বাধীনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে এ দাঙ্গা সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা তা কোনো দিনও হতে দেবো না।’’

    মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান খান, কামাল চৌধুরী, শেখ সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ, জাসদ ও ১৪ দলের নেতাকর্মীরা।