জঙ্গি আতঙ্কে পর্যটকশূন্য পর্যটন নগরী শ্রীমঙ্গল

    0
    298

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৪এপ্রিল,এস,কে,দাশ  সুমনঃ সিলেটের আতিয়ামহলের  পর  মৌলভীবাজারের  নাসিরপুর  ও  বড়হাটে  জঙ্গি  আস্তানার সন্ধান পাওয়ায়  দেশ  জুরে  চরম  আতঙ্ক  বিরাজ  করছে।  সম্প্রতি  কুমিল্লার  ঘটনায়  জঙ্গি ধরা না পড়ায়  জনগণের  উদ্বেগ  আরো  বৃদ্ধি  পেয়েছে।

    অপরদিকে ময়মনসিংহেও আটক করা হয়েছে জঙ্গি সন্দেহে কয়েকজনকে।এদিকে  দেশজুরে চলমান অস্থিরতা  জঙ্গি  আতঙ্ক  ও সার্বিক  আইন  শৃঙ্খলার  অবনতি  হওয়ায়  পর্যটক  শূণ্য হয়ে পড়েছে  চায়ের  রাজধানী  শ্রীমঙ্গল।

    যেখানে  মার্চ  মাস  জুড়েই  শ্রীমঙ্গলের  প্রতিটি  হোটেল  রিসোর্ট  কটেজ  ছিল  পর্যটক  পূর্ণ সেখানে  বর্তমান  অবস্থান  রয়েছে  উল্টাচিত্র  হোটেল  গুলো  পর্যটক  শূন্য,তাছাড়া  শ্রীমঙ্গল দর্শনীয়  পর্যটন  কেন্দ্র  বধ্যভূমি  ৭১  সহ  নীলকন্ঠ  টি  কেবিন  ঘুরে  দেখা  মিলেনি পর্যটকের।
    এ  ব্যাপারে  কথা  হয়  রামনগর  মণিপুরী  পাড়ায়  অবস্থিত  আদি  নীলকন্ঠ  টি কেবিনের সত্তাধিকারী  রাজীব  গৌড়ের  সাথে  তিনি  বলেন,ভাই  ব্যাবসা  বানিজ্যের  চরম খারাপ অবস্থা  বেচা  বিকি  নাই  বললেই  চলে,মনে  হয়  মৌলভীবাজারের  জঙ্গি  ঘটনায় ব্যাবসার এই  অবস্থা  আমরা  ছোট  খাট  ব্যাবসায়ি  ব্যাবসা  না  হলে  খাব  কি  সারাদিন বসে  বসে আড্ডা  দিচ্ছি।
    পর্যটকের  উপর  নির্ভরশীল  শ্রীমঙ্গলের  অর্ধশতাধিক হোটেল  রিসোর্ট কটেজ  গুলোর বর্তমান  চিত্র  ভাবিয়ে  তুলেছে  ব্যাবসায়িদের। কথা  হয়  কলেজ  রোডস্ত  গ্রীনলিফ  গেষ্ট হাউজের  ম্যানেজার  বিজয়  দাশের  সাথে  তিনি  বলেন  মাসের  শেষে  পর্যটক  বা  গেষ্ট  না থাকায়  কর্মচারীরের  বেতন  দেওয়া  যাচ্ছে  না  এ  অবস্থা  চলতে  থাকলে  সরকার  বঞ্চিত হবে  বড়  অংকের  রাজস্ব  আদায়  থেকে।