ছেলে আর্মিতে চাকরি করলেও পিতার ভাগ্যে ভিক্ষা !

    0
    328

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মে,হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা এলাকার মোঃ আঃ নুর (৭৫) নামের এক জন্মদাতা পিতা ছেলে আর্মিতে চাকরি করা সত্ত্বেও জন্মদাতা পিতা এক মুটো অন্নের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সমবেত জীবন যাপন করছেন।
    জন্ম দিয়ে লালন পালন করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলায় কী তার অপরাধ ! তিনি এ কথাগুলো বলছেন আর চোঁখের পানি গড় গড় করে বেরুচ্ছে। মোঃ আঃ নুর জানিয়েছেন, আমার ছেলে আনিস রহমান সে আর্মিতে চাকরি করেন।নাতি ও নাতনী তারও চাকরি করেন।
    আমার প্রথম স্ত্রী মারা যাওয়ায় আমি আরেকটি বিয়ে করি। আমার দ্বিতীয় স্ত্রী তার ছেলের নিকটেই থাকেন। আমাকে কেউ দেখতে পারেনা। প্রায় সময় আমার সাথে ঝগড়াঝাঁটি লেগে থাকত। তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকেই আমি উপজেলার বিভিন্ন স্হানে ভিক্ষা করে সমবেত জীবন যাবন করচ্ছি। তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলেছেন, আমি অনেক কষ্ট করে বাবা ছেলে – মেয়েদের কে মানুষ করেছিলাম। বাব – দাদার ভিটেবাড়ী সব কিছুই তো তাদেরকে দিলাম। কিন্তু আমার জন্য জোটেনি এক মুটো অন্ন।
    ভিক্ষা করে যা কিছু পাই তাতেই আমি সন্তুষ্ট। আমি আর কদিন হইবা বাচবো, যদি মরেও যাই আমাকে দেখার কেউ থাকবেনা।