ছাতক পৌরসভার ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

    1
    348

    আমারসিলেট24ডটকম,১২জুন,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ বৃহত্তর সিলেটের ছাতক পৌরসভার ২০১৪-২০১৫অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন পৌরমেয়র আবুল কালাম চৌধুরী।ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার , উদ্বৃত ১৬ লাখ৯৭ হাজার ৫শ’ টাকা। এবারের বাজেটে ছাতক শহরের যানযট নিরসনে পেপার মিল্স গেস্টহাউস এর কাছ থেকে সিলেট রোডের সাথে সংযোগ সড়ক নির্মাণ, নুতন পৌরভবন নির্মাণ, লাকী কমিউনিটি সেন্টার থেকে নুতন পৌরভবন পর্যন্ত সড়কনির্মাণ, সুজন চৌধুরী সড়ক হতে নুতন পৌর ভবন পর্যন্ত সড়ক নির্মাণ, নোয়ারাই আবুল কালাম চৌধুরী সড়ক উন্নয়ন ওপানি শোধনাগার স্থাপনে অধিক গুরু“ত্ব দেয়া হয়েছে। বাজেটবক্তৃতায় ইতিমধ্যে এ গ্রেডে উন্নীত শিল্প শহর ছাতককে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি মডেল শহরে রুপান্তরের লক্ষ্যে সময়মত পৌরকরপরিশোধের উপর গুরুত্ব দেন পৌরমেয়র আবুল কালাম চৌধুরী।
    এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান,পৌর সচিব মাহমুদ আলম, পৌর কাউন্সিলর সুতপাদাশ, ইরাজ মিয়া তাপস চৌধুরী, লিয়াকত আলী , জসিম উদ্দিন সুমেন, আকলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, উপ- সহকারী প্রকৌশলী অজয় কুমার দাস,কিষিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিন চৌধুরী, আব্দুল লতিফ, কল্যাণ ব্রত দাস, জামাল উদ্দিন প্রমুখ।