ঘূর্ণিঝড় চিত্রাংয়ের আঘাতে প্রবাসী স্বামীসহ স্ত্রী-সন্তানের মর্মান্তিক মৃত্যু

0
168

নিজস্ব প্রতিনিধিঃ মালয়েশিয়া প্রবাসী নিজাম ছুটি কাটাতে দেশে আসেন গত মাসে, নতুন তৈরি করা ২২০০ বর্গফুটের একটি বিশাল ঘরে এই সাপ্তাহে তাঁর উঠার কথা! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার আগেই চিরবিদায় নিতে হলো স্ত্রী এবং শিশু সন্তানকে নিয়ে পরপারে!
নিহতরা হলো মালয়েশিয়া প্রবাসী নিজাম উদ্দীন (২৮) স্ত্রী শারমিন আক্তার সাথী (২৪) এবং সন্তান নুসরাত জাহান লিজা (৪)।

প্রবাসে নিজের রুজি করা অর্থ দিয়ে বানানো স্বপ্নের ঘরে একদিনের জন্যও থাকার ভাগ্যে জুটেনি তাদের।
স্থানীয়দের সূত্রে জানা যায়,গতকাল ২৪ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে প্রতিদিনের মতো নিজবাড়িতে অস্থায়ী ছোট্ট একটি টিনের বাসগৃহে অবস্থান করছিলেন স্ত্রী এবং সন্তান নিয়ে। নতুন ঘর তৈরি হচ্ছে বলে কিছু দিনের জন্য ছোট্ট টিনের ঘরে বসবাস করছিলেন তারা।চিত্রাং থেকে সৃষ্ট ঝড়ো হাওয়ায় হঠাৎ একটি গাছ তাদের ঘরের উপরে পড়লে তাৎক্ষনিক তাদের সকলের মৃত্যু হয়।

নিহত প্রবাসী নিজামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব এ তথ্য নিশ্চিত করেছেন।আপডেট নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here