খালেদার নেতৃত্বে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবঃসুরঞ্জিত

    0
    243

    আমার সিলেট  24 ডটকম,০৪নভেম্বরঃ নির্বাচনকালীন সরকার গঠনের জন্য বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সেনগুপ্ত  বলেন, এ কমিটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্র্বতীকালীন সরকার গঠন করবে।সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি সংসদে আসুন। আপনার নেতৃত্বে একটি বিশেষ কমিটি করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হবে।প্রবীন এ রাজনীতিবিদ  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি তা রক্ষা করেননি। শেখ হাসিনা তার কাছে সর্বদলীয় সরকারে মন্ত্রীর নাম চেয়েছেন। কিন্তু তিনি তা করছেন না। তিনি বলেন, আমরা সমাধানের কাছাকাছি চলে এসেছি। আলোচনার মাধ্যমে আসুন সমাধান করি।সুরঞ্জিত বলেন, বিরোধীদলীয় নেতার আশপাশে কিছু বিকৃত রুচির রাজনীতিবিদ আছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রশংসা করে তাকে আপসহীন নেত্রী বলেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সকালে দেখা হলেও গুড মনিং, দুপুরেও গুড মর্নিং, বিকেলেও গুড মর্নিং। উনি এমনই আপসহীন। একবার যা বলে ফেলেছেন, কেবল তাই বলে চলছেন।