কোম্পানীগঞ্জে ১৮ দলীয় জোট প্রাথীর পক্ষে মনোনয়ন জমা

    0
    153

    আমারসিলেট24ডটকম,২৪জানুয়ারী,হোসাইন চৌধুরীআজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার বরাবরে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনক সম্পাদক হাজী সাহাব উদ্দিনের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদেন ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ। মনোনয়ন পত্র জমা দেওয়া সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী, উপজেলা বিএনপির সভাপতি সামস্ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেইন, সহ-সভাপতি আবুল বাশার, এডভোকেট বদরুল আলম, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মিন্টু, যুড়্ম সম্পাদক সৈয়দ আলী, জামাতের ভারপ্রাপ্ত আমীর ফয়জুর রহমান, নায়াবে আমীর শফিকুল হক, পূর্ব ইসলামপুর বিএনপির সভাপতি শুকুর আলী, সেক্রেটারী তাজুল ইসলাম, উত্তর রণিখাই ইউনিয়ণ বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক কবির মিয়া, তেলিখাল ইউনিয়ন বিএনপির উসমান আলী, সেক্রেটারী নাছিম উদ্দিন, ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ উদ্দিন, সেক্রেটারী আশিক মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ণ বিএনপির সভাপতি আব্দুল কায়ুম মাষ্টার, সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের মেম্বার, থানা বিএনপি নেতা মঈন উদ্দিন মেম্বার, নুরুল আমীন, মতিন মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি হাজী আলী আকবর, সাংগঠনিক সম্পাদত সোলেমান তালুকদার, থানা যুবদল নেতা সাজ্জাদ হোসেন দুদু, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারী হেলাল আহমদ, যুবদল নেতা আব্দুল হক, হেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, সহ-সভাপতি আবুল ফজল নোমান, কয়েছ আহমদ, ছাত্রদল নেতা ফরহাদ, এম সোহেল রানা, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক  আলম মেম্বার প্রমুখ।

    এছাড়া হাজী সাহাব উদ্দিনের চেয়ারম্যান পদে মনোয়ন পত্র জমা দেওয়ার সময় উপজেলা ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ১৮ দলীয় জোটের প্রার্থী হাজী সাহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই।

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসাইন বলেন, গত ২১ জানুয়ারী সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-৪ কোম্পানীগঞ্জ, জৈন্তা ও গোয়াইনঘাট আসনের সাবেক এমপি দিলদার হোসেন সেলিম সাহেবের উপস্থিতিতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ১৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে উপজেলা বিএপির সাংগঠনিক সম্পাদক হাজী সাহাব উদ্দিনকে প্রার্থী ঘোষনা ও সমর্থন দেওয়া হয়।