কুলাউড়ায় স’মিল শ্রমিক সংঘের কমিটি গঠন

    0
    232

    আমারসিলেট24ডটকম,১জানুয়ারীঃ স’মিল শ্রমিক সংঘ কুলাউড়া উপজেলা শাখার এক কর্মীসভা ১৭ জানুয়ারী বিকাল ৩ টায় উপজেলার বিছরাকান্দিতে অনুষ্ঠিত হয়। প্রবীণ স’মিল শ্রমিকনেতা মোঃ মোবারক আলীর সভাপতিত্বে ও স’মিল শ্রমিক সংঘ জেলা কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক মোঃ আরজান আলী। কর্মীসভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ জেলা কমিটির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন মিলন, বড়লেখা উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ কামাল মিস্ত্রি ও কোষাধ্যক্ষ মোঃ বারেক মোল্লা, টেংরাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ সাদা মিয়া, কুলাউড়া উপজেলার সংগঠক মোঃ আক্তার হোসেন, মোঃ কাজল মিয়া, মোঃ দিনার মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ আব্দুল্লাহ প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫ সাবেক সভাপতি মোঃ আবুল কালাম।

    সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোবারক আলীকে আহবায়ক এবং মোঃ আক্তার হোসেন ও জামাল হোসেনকে  যুগ্ম-আহবায়ক করে কুলাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ কামাল মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ আকদ্দছ আলী, মোঃ  ফরিদ উদ্দিন, মোঃ শাহিন মাতব্বর। সভায় বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারী সংগঠনের সিলেট বিভাগীয় কর্মীসভা সফল করার আহবান জানানো হয়। সভায় বক্তারা বর্তমান বাজার দরের সাথে সংগতিপুর্ণভাবে স’মিল শ্রমিকদের মজুরী বৃদ্ধি; রেশনিং চালু, স’মিল শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ‘মজুরী কাঠামো’ এর গেজেট বাস্তবায়ন; শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি, নিয়োপত্র, পরিচয় পত্র, সার্ভিসবুক প্রদান, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও বেতন কর্তন বন্ধ ,সেফটিসুজ, মাস্ক, চশমাসহ সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানান।