কানাডার মিডফিল্ডার শ্রীমঙ্গলের সামিত দেশের জাতীয় ফুটবল দলে খেলতে চান

0
539

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকেঃ কানাডায় জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম। ছুটি কাটাতে তিনি গত ২৮ অক্টোবর মা-বাবার সাথে গ্রামের বাড়ি শ্রীমঙ্গল এসেছেন।
২৫ বছর বয়সী মিডফিল্ডার সামিত সোম কানাডার জাতীয় দলের হয়ে খেলেছেন দুইটি আন্তর্জাতিক ম্যাচ। অধিনায়ক ছিলেন কানাডা অনূর্ধ্ব-২০ দলের। ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরির অধীনে মেজর লীগ সকারে খেলেছেন সিএফ মন্ট্রিল দলের হয়েও। বর্তমানে তিনি লোনে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লীগের দল এফসি এডমন্টন ক্লাবের হয়ে।
হামজা ইস্যুতে মাতোয়ারা যখন সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সামিত সোম বললেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ইচ্ছুক।

উল্ল্যেখ্য, শ্রীমঙ্গলের কৃতি সন্তান শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র মানস লাল সোম মিঠুর সুযোগ্য পুত্র এবং একই বিদ্যালয়ের স্বনামধন্য কিংবদন্তি শিক্ষাগুরু প্রয়াত মানিক লাল সোমের নাতি সামিত সোম। তার বড় চাচা বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম মহান মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা বয়ে বেড়াচ্ছেন। এলাকায় তাঁকে নিয়ে যেমন সবাই গর্বীত, তেমনী ছোট ভাইয়ের ছেলে কানাডার মিডফিল্ডার সামিতকে নিয়েও তিনি ভীষণ গর্ব অনুভব করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here