কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের মানববন্ধন

    0
    244

    আমারসিলেট24ডটকম,১১জানুয়ারী,শাব্বিরএলাহীঃ দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। শুক্রবার বিকাল সাড়ে টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজার চৌমুহনা চত্বরে সমকাল কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান মি. জিডিশন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, নুরুল মোহাইমিন মিল্টন, লোকনাথ সেবা সংঘের সভাপতি জোতির্ময় দেব, সুহৃদ নিরঞ্জন দেব, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ইউপি সদস্য সুকুমার দেবনাথ প্রমুখ।

    অপরদিকে বিকাল ৪টায় ভানুগাছ চৌমুহনা চত্বরে কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নীহারেন্দু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এক বিরাট মানববন্ধন, প্রতিবাদ সভা ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবী জানিয়েছেন। এই মানববন্ধনে ১৩টি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন শেষে এক বিশাল কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।