কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে উচ্চ শিক্ষা বিষয়ে অনুপ্রেরণা মূলক মত বিনিময়

    0
    230

    আমারসিলেট24ডটকম,১১জানুয়ারী,শাব্বিরএলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে শ্রমিক সন্তান শিক্ষার্থীদের সংগঠন উত্তরণের উদ্যোগে বিভিন্ন চা বাগানের কলেজ পড়–য়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ে অনুপ্রেরণা মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৫ টায় শমশেরনগর নাচ ঘরে ৬টি চা বাগানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, মত বিনিময় সভায় উচ্চ শিক্ষা বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন উত্তরণ সভাপতি অনুময় বর্মা জনি,সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের ছাত্র মোহন রবিদাস, তনুময় বর্মা রনি, মিঠুন কূর্মী, নারায়ন গোয়ালা ও নিলু গোয়ালা। শমশেরনগর, আলীনগর, কানিহাটি, বাঘিছড়া, দেওছড়া ও লংলা চা বাগান থেকে আগত ৬১ জন শিক্ষার্থী অনুপ্রেরণা মূলক মতবিনিময় সভায় অংশ গ্রহন করে।