ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে আইনি ব্যবস্থাঃতথ্যমন্ত্রী

    0
    224

    আমারসিলেট24ডটকম,০৪ফেব্রুয়ারীঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা না হলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।সোমবার তথ্যমন্ত্রণালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, সরকার ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ইতোমধ্যেই একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ সেলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই যেসব গণমাধ্যম এখনো ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি তাদের মালিক ও প্রকাশকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
    হাসানুল হক ইনু আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে সাগর-রুনী হত্যা রহস্য নিয়ে প্রশাসনিকভাবে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একটি বিবৃতির ব্যবস্থা করা হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনীর একমাত্র সন্তান মেঘের দায়িত্ব নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেবেন।