ঐতিহাসিক ৭ মার্চ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শ্রদ্ধা

0
272
ঐতিহাসিক ৭ মার্চ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ ২০২২) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এর পর স্বাধীনতার স্থপতির প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

দলীয় সভাপতি শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here