এক টানা বৃষ্টিতে শ্রীমঙ্গলে আতংকিত জনপদ

    0
    447

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৫এপ্রিল,কাজল শীলঃ  শ্রীমঙ্গলে আজ বুধবার ভোর থেকে বিকাল ৩টা প্যজন্ত  এক টানা ১১০.৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে।

    ফলে উপজেলায় বৃষ্টির কারনে জনজীবনে সৃষ্টি হয়েছে চরম দুর্ভুগ ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন ফসলের,শত শত পুকুরের মাছ বেড়িয়ে গেছে প্রবল বৃষ্টির পানির স্রুোতে, গ্রাম ও শহরের বাসা বাড়ি রাস্তাঘাট তলিয়ে গেছে কোথাও কোথাও সাময়িক বন্যায় রূপ নিয়েছে আতংকের।প্লাবিত হয়েছে রাস্তাঘাঁট, বাড়িঘর,স্কুলসহ নানা প্রতিষ্ঠান।

    উপজেলার বিভিন্ন হাওরের নিম্নাঞ্চলের বুরো ফসল তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। কৃষকের চোখের পানি আর বৃষ্টীর পানি মিশে এক হয়ে গেছে অনেক এলাকায়, এক টানা বৃষ্টিতে ফল দোকানের ভিতরে পানি ঢুকে গেছে দুইদিন ধরে ব্যবসা নেই ফল দোকানদারসহ নানা ব্যবসায়িদের।বৃষ্টির কারনে মানুষ ঘড় থেকে বের হতে পারছে না।তরমুজ ফলের আরৎ দাররা কপাল চাপরাচ্ছে,তাদের ঘর বুজাই করা তরমুজ নষ্ট হচ্ছে তরমুজের ক্রেতা নেই।মুরগী ফার্মের মালিকদের জন্য মহা চ্যালেঞ্জ! এ অসময়ের ঝড় বৃষ্টি।

    অপরদিকে কয়েকদিনের থেমে থেমে ঝড় ও টানা বৃষ্টিতে উপজেলার কি পরিমান আর্থিক ক্ষতি সাধিত হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি।