উড়োজাহাজ থেকে উদ্ধার হলো দেড় কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা!

0
521
উড়োজাহাজ থেকে উদ্ধার হলো দেড় কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা!

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে ২ জন বহির্গমণ যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকার সমান সৌদি রিয়াল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উড়োজাহাজ থেকে এসব টাকাসহ লাগেজ নামিয়ে জব্দ করে পুলিশ।

বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান। আটক যাত্রীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার গনমাধ্যমকে বলেন, “আজ ভোর ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দু’জনকে হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ৬ লাখ পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়, যা বাংলাদেশি প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার সমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।“

জিয়াউল হক আরও বলেন, “তারা লাগেজ গুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশে এগুলো লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুবাইয়ে এসব মুদ্রা পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এই দু’জন নিয়মিত ভ্রমণ করে থাকেন। প্রতি সপ্তাহে তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশ্যে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে বলে আমরা ধারণা করছি।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here