ঈদে মিলাদুন্নবীর মিছিলে হামলা করেছে তাবলীগ পন্থিরা

    0
    468

    আমারসিলেট24ডটকম,০৩জানুয়ারীঃ ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবী (দঃ)পালন নিয়ে ইলিয়াছি তাবলীগ ও সুন্নি জামাতের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার দুপরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খিরাতলা গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)’র জশনে জুলুশের প্রস্তুতিমূলক এক মিছিল বের করে এলাকার সুন্নি জামাতের কর্মীরা। এই মিছিলে বাধা দেয় তাবলীগ পন্থিরা। মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষ পার্শ্ববর্তী গ্রাম চম্পকনগর ও নোয়াগাঁও সহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

    বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের সূত্রে জানা যায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here