ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৯৫জনকে সনদ বিতরণ

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭অক্টোবর.ফারুক মিয়াঃ  কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ৯৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে।

    সনদপত্র বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনময় ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ তরফদার মাসুম, সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন। কোরআন থেকে তেলোওয়াত করেন মাওলানা আতাউর রহমান।

    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন, ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, জেসমিন সুলতানা, লিয়াকত আলী খাঁন, তামিম হোসেন, জুয়েল মিয়া, জাহিদ মিয়া প্রমূখ।

    অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে।