ইউপি নির্বাচন জুড়ীঃচেয়ারম্যান-২২,মহিলা-৫৪,মেম্বার পদে ২০৫ জনের মনোনয়ন দাখিল

0
431
ইউপি নির্বাচন জুড়ীঃচেয়ারম্যান-২২,মহিলা-৫৪,মেম্বার পদে ২০৫ জনের মনোনয়ন দাখিল

এম এম সামছুল ইসলাম,জুড়ী, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর২০২১ ইং তারিখ রোববারে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা শ্লোগানে বিভিন্ন পদে প্রাথীরা তাদের সমর্থক নিয়ে জুড়ী উপজেলা নির্বাচন অফিসে উপস্তিত হয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ২২ জন, মহিলা মেম্বার পদে ৫৪ জন ও মেম্বার পদে ২০৫ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন।

তন্মোধ্যে জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪, মহিলা মেম্বার পদে ১৬ ও মেম্বার পদে ৫২ জন প্রাথী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন,  হাজী মাছুম রেজা (বর্তমান চেয়ারম্যান),হাবিবুর রহমান,জায়েদ আনোয়ার চৌধুরী (নৌকা) ও সুহেল আহমদ। পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫, মহিলা মেম্বার পদে ১২ ও মেম্বার পদে ৩৫ জন প্রাথী রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রাথীরা হলেন,  শ্রীকান্ত দাশ (নৌকা-বর্তমান চেয়ারম্যান),  আনফর আলী, হাজী মামুনুর রশীদ, হাজী হেলাল উদ্দিন, হাজী মঈনউদ্দিন।

পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যানর পদে ৪, মহিলা মেম্বার পদে ৮ ও মেম্বার পদে ৩৭ জন প্রাথী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন, সালেহ উদ্দিন আহমেদ (বর্তমান চেয়ারম্যান), ওবাইদুল হক রুহেল, আব্দুল কাদির (নৌকা) ও জাবেদ আহমদ।

গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানর পদে ৬, মহিলা মেম্বার পদে ১০ও মেম্বার পদে ৪৫ জন প্রাথী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন, শাহাব উদ্দিন লেমন (নৌকা-বর্তমান চেয়ারম্যান), হাজী আব্দুল কাইয়ুম,মোঃ মোস্তাক খান, সুহেল আহমদ, ওয়ছির উদ্দিন ও মোঃ সবুজ মিয়া।

সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩, মহিলা মেম্বার পদে ৮ ও মেম্বার পদে ৩৬ জন প্রাথী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন, এমদাদুল ইসলাম লিয়াকত (বর্তমান চেয়ারম্যান), আব্দুল নুর মাস্টার (নৌকা) ও শাহীন আহমদ রুলন।

উল্লেখ্য যে আগামী ১১ নভেম্বর ২০২১ইং তারিখে সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here