আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী অসুস্থ:কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

    0
    197

    আমারসিলেট24ডটকম,০১ডিসেম্বরঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির  দেলোয়ার হোসাইন সাঈদীকে ঢাকা কেন্দ্রী কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে এম্বুলেন্সযোগে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
    কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন বলেন, গত কয়েকদিন থেকে তিনি  অসুস্থ ছিলেন। আজ সোমবার ভোরে সাঈদী আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে মালির কাজ করছিলেন।
    শারীরিক অসুস্থতা বিবেচনায় যুদ্ধাপরাধী এ বন্দীকে মালির কাজ দেয়া হয়। পিঠব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়। যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here