আফ্রিদি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান

    0
    563

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি চলতি মৌসুমে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ ক্রিকেট লীগে অংশ নিচ্ছেন না বলে এক রিপোর্টে বলা হয়েছে।স্থানীয় এঙ্প্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, বর্তমানে শ্রীলংকার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আফ্রিদি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
    রিপোর্টে বলা হয়, শ্রীলংকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজে টি-২০ ভার্সনে এক হাজার রান ও ৫০’র বেশি উইকেট শিকার করা প্রথম খেলোয়াড় আফ্রিদি। সংক্ষিপ্ত ভার্সনে এমন কৃতিত্ব গড়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ককে পাওয়ার জন্য মাত্র কয়েক দিন আগে চুক্তি করেছিল দক্ষিণ আফ্রিকার টি-২০ দল নাইটস।
    দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের (সিএসএ) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বুঝাপড়া হওয়ার পর কেবলমাত্র পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়দের সুযোগ দিয়েছিল সিএস।
    অলরাউন্ডার সোহেল তানভির এবং অফ স্পিনার সাঈদ আজমলের সঙ্গেও চুক্তি করেছে দক্ষিণ আফ্রিকার আরেকটি দল।