আত্রাইয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

0
87

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় আত্রাই স্টেশন চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মো: হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আত্রাই রানীনগরের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল এমপি, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী. নিপেন্দ্রনাথ দও দুলাল, সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার শোয়েব, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ, ইউপি আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. মানিক, শান্তি সমাবেশে সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলাম, ৮টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। শান্তি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল স্টেশন চত্বর থেকে বের হয়ে কলেজ চত্বরে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here