আজ পহেলা জানূয়ারী বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা

    0
    422

    আমারসিলেট24ডটকম,০১জানুয়ারীঃ  আজ পহেলা জানূয়ারী বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা। আখেরি শব্দের অর্থ শেষ, আর চাহার শোম্বা অর্থ বুধবার। আখেরি চাহার শোম্বার অর্থ শেষ বুধবার। মহানবী হজরত মুহাম্মদ (দঃ) পবিত্র রবিউল আউয়াল মাসে ইন্তেকালের আগে আরবি হিজরি সালের  সফর মাসের শেষ বুধবার রোগমুক্ত হয়েছিলেন। তাই মুসলমানদের কাছে এটি একটি বিশেষ দিন। সেই থেকে সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার শোম্বা বলা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়।
    এ দিবসটি উপলক্ষে বিভিন্ন ইসলামী সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।  দেশের রাজধানীসহ সকল মাদ্রাসা মসজিদে  আজ বাদ জোহর  থেকে মিলাদ (দঃ)দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক আলোচনা সভার আয়োজন করেছে। সেখানে বক্তব্য দেবেন বায়তুল মোকাররমের খতিব আল্লামা সালাহ উদ্দিন।